সৌরভ এন্টারটেইনমেন্ট প্রযোজিত মিউজিক ভিডিও ও ইংরেজি ক্যালেন্ডার প্রকাশিত হয়। আজ ৫ই জানুয়ারি ২০২৫ রবিবারের সন্ধ্যায় মেট্রোপলিটন বাইপাসে (ফুড পার্টনার)কাসা আমোরে নামক একটি কাঁফে সৌরভ এন্টারটেইনমেন্ট প্রযোজিত একটি মিউজিক অ্যালবাম ও ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার প্রকাশিত হয়। মিউজিক মিউজিক অ্যালবামটি সুর দিয়েছেন সুজিত সাহা,ডাইরেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায় তার প্রযোজিত এই অ্যালবামে ও ক্যালেন্ডার ফটোশুটে অংশগ্রহণ করেছেন যেসব মডেলরা শ্রদ্ধানন্দ চক্রবর্তী অভিনেতা ও মডেল, মেক ওভার পার্টনার মিঠু গিরি মডেল, অভিনেত্রী ও মডেল ময়ূরীমেরী দে, সৈকত বনিক মডেল,অভিনেত্রী দিয়া দেবনাথ, বিনোদ কুমার গুপ্তা,শুভদীপ ঘোষ,শ্রাবণী মণ্ডল, আরো অনেক কলাকুশলীরা উপস্থিত ছিলেন। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট

Leave a Reply