সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতারণামূলক বিনিয়োগ স্কিমগুলোতে প্রলুব্ধ করতে স্ক্যামাররা Facebook, Instagram এর মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিকে ক্রমাগত কাজে লাগাচ্ছে। বিভিন্ন রকম ট্রেডিং বিজ্ঞাপনের মাধ্যমে অল্প সময়ে অনেক টাকা উর্পাজন, প্রতারকদের এই প্রলোভনের ফাঁদে পড়ে সর্বশ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এরই মধ্যে হাওড়ার শিবপুর নিবাসী বিনোদ কুমার ভার্মা জনৈক ব্যাক্তি Instagram এর এক ভুয়ো ট্রেডিং গ্রুপে টাকা বিনিয়োগ করে প্রতারিত হন, এই মর্মে শিবপুর থানায় অভিযোগ জানানো হলে শিবপুর থানার পুলিশ শীঘ্রই তদন্তে নামেন। বিভিন্ন টেকনিক্যাল ইনপুটকে কাজে লাগিয়ে উদ্ধার করা সম্ভব হয় ১৮২৩৬৭/- টাকা( এক লক্ষ বিরাশি হাজার তিনশো সাতষট্টি) টাকা। প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হল উদ্ধারকৃত টাকা।