Spread the love

গোপাল দেবনাথ, গত ২৫ নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে  অনুষ্ঠিত হল সোশ্যাল ইমপ্যাক্ট এক্সেলেন্স এওয়ার্ড ।এই অনুষ্ঠান থেকে ৩ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট অর্থাত্‍ T3-এর ঘোষণা করা হয়। রোটারি ক্লাব অফ কসবার  সভাপতি আশিস বসাকের পরিকল্পনায় ওইদিনের অনুষ্ঠান এক আলাদা মাত্রা পায়।পাশাপাশি , রবিবার থেকেই কলকাতার টাকি বয়েজ স্কুলে এই ৩ ওভারের টুর্নামেন্টের সূচনা হয়েছে। চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। টাকি বয়েজ স্কুলের  মোট ২৪০ প্রাক্তনী এই টুর্নামেন্টে অংশ নিয়েছে । এমনটাই জানিয়েছেন টুর্নামেন্টের ডিরেক্টর বিশিষ্ট চিকিত্‍সক অশোক রায়। গত শুক্রবার প্রেস ক্লাবের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেত্রী  দেবিকা মুখার্জি  যিনি T3 ক্রিকেট টুর্নামেন্টের প্রধান মুখও বটে।ওইদিনের অনুষ্ঠানে কসবার রোটারি ক্লাবের পক্ষ থেকে বিশেষ শিশুদের হাতে সোশ্যাল ইমপ্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। তবে ওইদিন শুধু পুরস্কার বিতরণীই নয়,  কলকাতা প্রেস ক্লাবে আশিস বসাকের বই “ব্যাক টু বেসিক্স”-এর আনুষ্ঠানিক প্রকাশ হয়। এই বইতে জায়গা পেয়েছে ব্যক্তিত্বের বিকাশের অনুপ্রেরণা, শারীরিক ভাষা ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।  একাধিক ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগকে সমর্থন জানান। পাশাপাশি রোটারী কসবার কর্মকর্তারা বিশিষ্টদের সম্বর্ধিতও করেন।অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন  কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন, চিকিত্‍সক প্রতাপ মন্ডল, রুদ্র সেন, চিকিত্‍সক অশোক রায়, ইন্দ্রাণী গাঙ্গুলী, তাপস চৌধুরী, পদ্মিনী দত্ত শর্মা, রাখি রায়, পামেলা পাল দাস, পার্থ সাহা, শিবু দে, বি সেখরস, সিঞ্জিনি বোস, শঙ্খলেখা সিনহা, অমিত চৌহান, মৌসুমী নন্দী, শিল্পী দাস, আকবর পাশা, প্রণতি সাহা, , অসীম পাল, আনোয়ার হোসেন, রাজেন বিশ্বাস, অনিত মুখার্জি, আর কে ওয়ার্সি, সুমিত্রা রায়, অরুন্ধতী নাগ, অমর দাস, স্নিগ্ধা সেন, রিনা কুন্ডু, অজয় মাজি সহ অনান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *