শুভ ঘোষ,

আজ দুর্গাপুর আদ্যা মা সেবা সমিতির উদ্যোগে বাঁকুড়ার সোনামুখীর বন গ্রামে কপিল কুটি সাংখ্য যোগ আশ্রম এর দুর্গাপুরের নেশান হাসপাতালে সহযোগিতায় একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। একইসঙ্গে আশ্রম প্রাঙ্গণে স্কুলে ছাত্রদের মধ্যে খাতা পত্র পেন এবং খাবারের প্যাকেট তুলে দেয়া হয়। এছাড়া আশ্রমের মহারাজ দের সংবর্ধিত করা হয়। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী গগনা নন্দ মহারাজ; হীরা মাতাজি; স্বামী সত্যানন্দ মহারাজ ; আদ্যা মা সভা সমিতির সম্পাদক নারায়ন মজুমদার কলকাতা ব্রাঞ্চ এর সভাপতি সুদীপ দাস ।

Leave a Reply