সৈয়দ শাহ হজরত মোর্তাজ আলি বাবার মাজার শরীফ ঘিরে মেলা লোকপুর থানার ভালুকতোড় গ্রামে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
খয়রাশোল ব্লকের লোকপুর থানার নিকটস্থ দক্ষিণে শাল নদী তীরবর্তী ছোট্ট গ্রাম ভালুকতোড়। সেখানে বিরাজমান হজরত সৈয়দ শাহ্ মোর্তাজ আলী বাবার মাজার শরীফ । প্রতিবছর বাংলা ৩ রা ফাল্গুন ওনার উরস মোবারক পালিত হয়ে থাকে। এবারে ও তার ব্যাতিক্রম হয়নি। গ্রামবাসীদের উদ্যোগ এবছর মাজার শরীফ ঘিরে একটি গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে ১ লা এপ্রিল থেকে ৩ রা এপ্রিল পর্যন্ত। সেই হিসেবে মঙ্গলবার রাতে উক্ত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে।
গ্রামবাসী তথা উদ্যোক্তাদের তরফে জানানো হয় যে মাজার শরীফ ঘিরে এবছরেই এলাকাবাসীদের সহযোগিতায় প্রথম একটি মেলার আয়োজন করা হয়েছে যে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষক উজ্জ্বল হক কাদেরী ও সোমনাথ ধীবর,সমাজসেবী কাঞ্চন কুমার দে,সেখ জয়নাল, সুনীল কুমার সাহা সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। মাজার শরীফ জিয়ারত এবং সকলের মঙ্গল কামনার্থে দোয়া প্রার্থনা করা হয়।মেলা খেলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এটা একটা বার্তা বলা যেতে পারে। তাছাড়া বর্তমান প্রজন্ম সহ বিভিন্ন বয়সের মানুষজন ও মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। একদা গ্রামীণ বিনোদন মূলক অনুষ্ঠান হিসেবে পুতুল নাচ, জারি গান, কবিগান,ছৌনাচ ইত্যাদি আজ মোবাইলের দাপটে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে মেলার মাধ্যমে। একান্ত সাক্ষাৎকারে কথা গুলো তুলে ধরেন মেলা কমিটির পক্ষে উজ্জ্বল দত্ত।