সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসুচী খয়রাশোল থানার।
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলা পুলিশের উদ্যাগে এবং খয়রাশোল থানার ব্যবস্থাপনায় মঙ্গলবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড সহযোগে স্থানীয় থানা এলাকাজুড়ে পদযাত্রা বের করা হয়। পদযাত্রার মাধ্যমে গাড়ি চালকদের সচেতন করা।গাড়ি চালানোর সময় হেলমেট ব্যাবহার করা।গাড়ি আয়ত্তের মধ্যে চালানো।গাড়ি চালানোর সময় হেডফোন ব্যবহার না করা ইত্যাদি বিষয়ে সচেতনতার বার্তা ছড়ানো হয়। পাশাপাশি ট্রাফিক নিয়ম কানুনের বিষয়েও অবগত করা হয় গাড়ির চালক সহ পথচলতি মানুষজনের মধ্যে।এদিন পদযাত্রার পুরোভাগে ছিলেন খয়রাশোল থানার এস আই প্রশান্ত ব্যানার্জী, এ এস আই চিন্ময় চট্টোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারগন।