সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে সাংসদ শতাব্দী রায়

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার রবীন্দ্র সদন সংলগ্ন স্থানে নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন শনিবার বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। উদ্বোধনের পর সাংসদ শতাব্দী রায় বলেন, এই সুস্বাস্থ্য কেন্দ্রটি আপামর মানুষের কাজে লাগবে, মানুষ সহজেই স্বাস্থ্য পরিষেবা পাবেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে,উপ -পৌর প্রধান মির্জা শওকত আলি, জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য সহ বিভিন্ন কাউন্সিলরগণ এবং দুবরাজপুরের মানুষজন। দুবরাজপুর পৌর প্রধান পীযুষ পান্ডে বলেন দুবরাজপুর শহর অনেকটা গ্রামীন শহর তাই আমরা চেষ্টা করেছি মানুষের স্বাস্থ্য পরিষেবা ঠিক মত দেওয়ার। তিনি আরও জানান এই স্বাস্থ্য কেন্দ্রটি ৩৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। যেখানে আধুনিক পদ্ধতিতে পরিষেবা পাবেন মানুষেরা।উপ পৌর প্রধান মির্জা শওকত আলি বলেন এলাকার সমস্ত মানুষ এখান থেকে উপকৃত হবেন।জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায় বলেন রাজ্য সরকার একে একে নানান প্রকল্পের কাজ করে চলেছেন, তারই প্রমাণ স্বাস্থ্য সাথী।

Leave a Reply