Spread the love

আমি ছন্নছাড়া শুধু গদ‍্য

ছোটো আমার কুটিরখানি ,
সোহাগে ঘিরেছে বনের ছায়াখানি।
দখিনা বাতাস যেথা চুমিয়া যায় ।
আলো ছায়া কানে কানে কি যে কয় !
ফুলের বুকে প্রজাপতি মেলেছে ডানা ।
টপ টপ ঝুপ ঝুপ শ্রাবণের ধারা ।
জোনাকি লিখেছে এক প্রেমের কবিতা ।
বাতায়ণ থেকে চোখ মেলিয়া দেখি –
প্রকৃতির রঙবেরঙের খেলা ।
পালক লেখনি সে এক মহাকাব‍্য ‌।
মনে হয় আমি ছন্নছাড়া শুধু গদ্য ।,
সুবল সরদার
২২ ০৫ ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *