গীতশ্রী সন্ধ‍্যা মুখোপাধ্যায় র স্মরণে

বিরহের সুর বেজেছে আজ ,
কে শোনাবে মিলনের গান ?
সঙ্গীত হারা আমরা একা ।
নিভল সন্ধ‍্যা তারা ,
এখন আঁধারের যাত্রী মোরা ।
তোমার গানের তরী চলিছে দুলিয়া দুলিয়া দুকূল প্লাবিয়া,
জগৎ ভেদিয়া ওই দূর নীহারিকায় ।
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ওই দূর
নীলিমায় ,
তুমি সুখে থাক চিরনিদ্রায় ।
এ অধম তোমাকে নত মস্তকে প্রণাম জানায় ।
সুবল সরদার

Leave a Reply