Spread the love

বাঁকুড়া জেলা প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব পালনের প্রস্তুতি সভা। শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:—
১৯৭২ এ পথচলা শুরু হয়েছিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেসক্লাবের। সেই হিসেবে ২০২২ এ ৫০ বছর পূর্ণ হবে জেলার এই ঐতিহ্যবাহী সংগঠনের। ২৫ ডিসেম্বর বড়দিনে সুবর্ণ জয়ন্তী উৎসবের প্রস্তুতি সভা হয়ে গেল প্রেসক্লাবের কার্যালয় রামানন্দ চট্টোপাধ্যায় স্মৃতি ভবনে। সভায় জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিক সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন ধরনের কর্মসূচির প্রস্তাব দেন। সভা শেষে সম্পাদক সন্তোষ ভট্টাচার্য জানান বর্ষব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করা হবে। জেলার তিনটি মহকুমায় পৃথক পৃথক কর্মসূচি নেওয়া হবে। সাংবাদিক কর্মশালা, সেমিনার, স্বাস্থ্য শিবির, প্রবন্ধ প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলার বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তিদের সম্মাননা জ্ঞাপন, রামানন্দ চট্টোপাধ্যায়ের নামে মেলার আয়োজন ও স্মরণিকা প্রকাশ প্রভৃতি নানা কর্মসূচি এই উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হবে বলে সম্পাদক জানান।তিনি আরও জানান যে আগামী বছরের মে মাসে রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিনে এই উৎসবের সূচনা হবে । আজকের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তবিহঙ্গ পত্রিকা সম্পাদক রবিন মণ্ডল, ভোরাই সম্পাদক সুবল দত্ত, নিউজ কমিউনিয়ন পত্রিকা সম্পাদক গোপাল রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ পত্রিকা সম্পাদক তিমির কান্তি পতি, রৌদ্রলিপি সম্পাদক তাপস মাল, বনবার্তা সম্পাদক দেবেন্দু মিশ্র, সাংবাদিক সাধন মণ্ডল, অনুপ রায়, প্রশান্ত মুখার্জী সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান সাংবাদিক সুনীল দাস। সুবর্ণ জয়ন্তী উৎসব সাফল্য মন্ডিত করতে জেলাবাসীর সাহায্য ও সহযোগিতা চেয়েছেন জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। প্রেসক্লাবের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক হরসুন্দর মল্লিক বলেন আমাদের জেলা প্রেসক্লাবের একটি ঐতিহ্য রয়েছে সবচেয়ে বড় কথা বিশ্ব বিখ্যাত সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় এর বাড়ি আমাদের এই শহরে তাই আমাদের গৌরব অনেক বেশি। তার জীবনী নিয়ে একটি তথ্যচিত্র করতে পারলে খুব ভালো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *