সুপ্রিম কোর্টে সন্দেশখালির মূল মামলায় যুক্ত হলো একাংশ মহিলার নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের আবেদন 

নিজস্ব প্রতিনিধি, 

 সুপ্রিম কোর্টের দারস্থ সন্দেশখালি এলাকার একাংশ মহিলা। ‘নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত’ আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দেশখালির মহিলাদের একাংশ। মঙ্গলবার বিচারপতি বিআর গভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলা দায়ের হয়েছে । তবে এই মামলা আলাদাভাবে নয়, সন্দেশখালির মূল মামলার সঙ্গে শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।ভাইরাল ভিডিওর বিষয় নিয়ে  সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চেয়ে আবেদন করেছেন সন্দেশখালির মহিলাদের একাংশ। তারা নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত চান।সেই আবেদন গৃহীত হয়েছে। শীর্ষ আদালতের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ মূল মামলার সঙ্গে সন্দেশখালির মহিলাদের একাংশের মামলা যুক্ত করার অনুমতি দিয়েছে। সন্দেশখালির মূল মামলার সঙ্গে গঙ্গাধর কয়ালের ভিডিও সংক্রান্ত মামলাটিও যুক্ত হতে পারে বলে সূত্রের জানা গেছে । সন্দেশখালি সংক্রান্ত মূল মামলাটির শুনানি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলছে।সন্দেশখালিতে সিবিআই তদন্তের যে নির্দেশ দেওয়া হয়েছিল তার বিরোধিতা করে সু্প্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই সংক্রান্ত মামলার শুনানি আপাতত স্থগিত রেখেছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের রায়েও কোনও হস্তক্ষেপ করেনি সু্প্রিম কোর্ট। এই মামলার শুনানি আগামী জুলাই মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার গঙ্গাধরের মামলার শুনানি চলে  কলকাতা হাইকোর্টে।সেখানে মৌখিকভাবে আইনী রক্ষাকবচ দেওয়া হয়েছে। গত ৪ মে-র পর থেকে এখনও পর্যন্ত সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। গত সোমবারই সন্দেশখালি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ”এইসব ভিডিও করার পিছনে ভাইপোর মস্তিষ্ক রয়েছে। আইপ্যাককে দিয়ে এই কাজ করানো হয়েছে।” রাজ্যের পুলিশও এই ষড়যন্ত্রে যুক্ত বলে দাবি শুভেন্দু অধিকারীর।

Leave a Reply