সাধন মন্ডল,

চোলাই ঠেকে হানা সিমলাপাল থানা পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে সিমলাপাল থানার বাগডোবা গ্রামের সীতারাম মুর্মুর বাড়িতে আজ দুপুর একটা নাগাদ সিমলাপাল থানা পুলিশের একটি দল হঠাৎ হানা দেয় তার বাড়িতে অবৈধ মদ তৈরি হচ্ছে বলে খবর ছিল পুলিশের কাছে। পুলিশের দল আসছেন দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যান সীতা রাম বাবু। পুলিশ গিয়ে বাড়ি থেকে অবৈধভাবে তৈরি হওয়া প্রায় কুড়ি লিটার মদ উদ্ধার করে এছাড়া মদ তৈরির সরঞ্জাম ও মদ তৈরীর উপকরণ নষ্ট করে দেন। এ ব্যাপারে সিমলাপাল থানার আইসি তাপস দত্ত বলেন এটা আমাদের সাপ্তাহিক রুটিন আমরা আমাদের থানা এলাকায় কোনরকম অবৈধ মদ তৈরি কারখানা বরদাস্ত করব না। প্রায় প্রতিটি গ্রামে আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন তাদের মারফত খবর পেলেই আমরা হানা দিচ্ছি। সারা মাসজুড়ে বিভিন্ন দিনে আমরা খবর পেলেই সেখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছি তাদের সতর্ক করে আসছি আজ মালিককে পাওয়া না গেলেও তার পরিবারের লোকজনকে সতর্ক করে আসা হয়েছে ও একটি কেস রজ্জু করা হয়েছে।

Leave a Reply