শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া :- গত দুদিনের বৃষ্টিতে জেলার বিভিন্ন নদীতে জল বাড়ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিভিন্ন এলাকা। সিমলাপাল এর লক্ষীসাগর থেকে বিবড়দা যাবার রাস্তা উপর ভেলাইডিহা গ্রামের কাছে শিলাবতী নদীর উপর পাথরডাঙ্গায় কজওয়ের উপর দিয়ে বইছে জল তার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কিছু মানুষ যাতায়াত করছেন। এছাড়া কুস্তোড়া কজওয়ে, সারেঙ্গার ধরমপুর – সুখাডালি রাস্তায় খালের উপর বাঁধানো কজওয়ের উপর জল বইছে। সবমিলিয়ে বৃষ্টি যদি আরো বাড়তে থাকে তাহলে বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়কের উপর সিমলাপালের কাছে শিলাবতী নদীতে যে কজওয়েটি রয়েছে তার উপর দিয়ে জল বইতে পারে তবে পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের সতর্ক রয়েছেন। প্রতিটি কজওয়ের সামনেই সিভিক ভলেন্টিয়ার দিয়ে নদী পারাপারের নিষেধ করছেন ও সতর্ক করছেন সিমলাপাল থানা পুলিশ প্রশাসন। এ ব্যাপারে সিমলাপাল থানা আইসি তাপস দত্ত বলেন প্রতিটি জায়গাতেই আমাদের সিভিক ভলেন্টিয়ার রা রয়েছেন এছাড়া আমাদের মোবাইল ভ্যান সারা ব্লক জুড়ে ছুটে চলেছে আমরা সতর্ক রয়েছি।