সাধন মন্ডল,
গ্রীষ্ম পড়তেই বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। বাঁকুড়া জেলা জুড়ে তাপপ্রবাহ বইতে শুরু করেছে ।জেলায় প্রতিবছরেই গরমের সময় ডায়রিয়ার প্রকোপ বাড়ে তাই আগাম সর্তকতা হিসেবে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন সিমলাপাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মধক্ষ কাঞ্চন পাল। তিনি হাসপাতালে ইনডোরে বর্তমানে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বললেন ।হাসপাতালে র পরিষেবা নিয়েও তাদের কাছ থেকেই জানতে চাইলেন। ভর্তি থাকা রোগী ও তার পরিবারের লোকজন বলেন বর্তমানে হাসপাতালের পরিষেবা অনেক ভালো খাবার দাবারের মান অনেকটা উন্নত ডাক্তার ও নার্সদের কাজে আমরা খুশি। হাসপাতাল পরিদর্শন প্রসঙ্গে স্বাস্থ্য কর্মাধক্ষ কাঞ্চন পাল বলেন প্রতিবছরই জঙ্গলমহল এলাকায় গরম পড়তেই ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা যায় হাসপাতলে কোন রোগী যাতে বিনাচিকিৎসায় না থাকে তার জন্য সরেজমিন পরিস্থিতি খতিয়ে দেখলাম। সিমলাপাল ব্লক এ বেশ কয়েকটি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেগুলির পরিকাঠামোর উন্নতির দিকে আমাদের লক্ষ্য রয়েছে। মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রের সাথে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির জন্য জোর দিয়েছেন আমরা তার সৈনিক হয়ে পরিষেবা যাতে রোগীরা ঠিকমতো পায় সেদিকে নজর রেখে চলেছি।