মোল্লা জসিমউদ্দিন

বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এর ডিভিশন বেঞ্চে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলে। এদিন সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশের মেয়াদ  আগামী ২১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ।সম্প্রতি  গ্রুপ ডি ও গ্রুপ সি’র  নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি দুটি পৃথক মামলায় সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ। এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি পর্বে এই  এসএসসির পাঁচ সদস্যের নজরদারি কমিটির উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ায়  ডিভিশন বেঞ্চ। আগামী ২১ এপ্রিল পর্যন্ত সেই মেয়াদ বাড়ানো হল।  

Leave a Reply