Spread the love

সিবিআইয়ের র‍্যাডারে টেট দুর্নীতিতে আরেক ‘প্রসাদ’? 

মুকুল বিশ্বাস,  

টেট নিয়োগে দুর্নীতি মামলায় নদীয়া জেলার আরেক দুর্নীতিবাজের সন্ধানে সিবিআই?  সম্প্রতি কলকাতা  হাইকোর্টে ২৬৮ জন বরখাস্ত হওয়া শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনে সূযোগ দেওয়া নিয়ে শুনানি চলে । সেই ২৬৮ জনের মধ্যে একজন প্রার্থী অভিযোগ করেন, -‘ একটি অজানা নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে।সেই ফোন পাওয়ার পরেই পর্ষদে যান তিনি! ‘ কে ফোন করেছিল? সেই উত্তর খোঁজার ভার দেওয়া হয়েছে  সিবিআইকে । শুক্রবার সিবিআইয়ের তরফে  আদালতে জানানো হয়, -‘ ফোন গিয়েছিল রমাপ্রসাদ রায়চৌধুরীর থেকে’। সিবিআই তদন্তে উঠে এসেছে ফোনের মালিকের খোঁজ। রমাপ্রসাদ হলেন নদিয়া জেলার প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান। সিবিআই এদিন আরও দাবি করেন, -‘পর্ষদের অফিস থেকেও ফোন গেছিল।’প্রসঙ্গত, আদালত যে ২৬৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল তাঁদের মধ্যে ছিলেন নদিয়ার শিল্পা চক্রবর্তী। গত বুধবার তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দাবি করেন, -‘ ২০১৭ সালে তাঁর কাছে একটি ফোন আসে। সেই সময় তাঁকে বলা হয় পর্ষদ অফিস থেকে ফোন করা হচ্ছে। তিনি যেন পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করে নিয়োগপত্র সংগ্রহ করেন’।সেই অভিযোগের পরই ফোনের মালিকের সন্ধান করার জন্য সিবিআইকে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই শুক্রবার আদালতে রমাপ্রসাদের কথা জানায়। শিল্পা এক নম্বর পাওয়ার পর পর্ষদের অফিস থেকে তাঁকে সমস্ত নথি নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়। এমনকী ইন্টারভিউর জন্য ডাকা হয়। সেইমতো ইন্টারভিউও হয়।সিবিআই আরও জানায়, তারা এই বিষয়ে রমাপ্রসাদ রায়চৌধুরীর সঙ্গে কথা বলেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের এই বক্তব্য শোনার পরই পুরো বিষয়টি নিয়ে রিপোর্ট দিতে বলে সিবিআই কে । দু’সপ্তাহের মধ্যে এই রিপোর্ট সিবিআইকে জমা দিতে হবে আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *