সিপিআইএম নেতার স্মরণে চিকিৎসা শিবির রাজনগরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলের নতুনগ্রামে শহীদ নন্দলাল মিস্ত্রির স্মরণে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয় রবিবার। উল্লেখ্য সিপিআইএম নেতা নন্দলাল মিস্ত্রি স্থানীয় এলাকার আগয়বান্দী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গত ২০০৮ সালের ২২ শে সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে স্থানীয় জঙ্গলের রাস্তায় মাওবাদীদের হাতে খুন হন বলে অভিযোগ। সেই উপলক্ষে প্রতিবছর দিনটি স্মরণসভা পালিত হয় পার্টির পক্ষ থেকে। সেরূপ ২২ শে সেপ্টেম্বর ২০২৫ সোমবার নিহত নন্দলাল মিস্ত্রীর ১৮ তম স্মরণসভা অনুষ্ঠিত হবে। তার আগে এদিন রবিবার নিহত নেতার বাসভূমি নতুনগ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা যায় সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির উদ্যোগে এবং পিপলস্ রিলিফ কমিটির কোলকাতার সহযোগিতায় অভয়া মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শিবিরে এলাকার দুস্থ ও দরিদ্র মানুষেরা বিনামূল্যে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য ডক্টর রামচন্দ্র ডোম, সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরী, সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি, জেলা কমিটির সদস্য শুকদেব বাগ্দী সহ অন্যান্যরা।

Leave a Reply