সিপিআইএম এর পদযাত্রা লোকপুরে

গ্রাম জাগাও চোর তারাও বাংলা বাঁচাও এই দাবিতেই সিপিআইএম খয়রাশোল এরিয়া কমিটির ডাকে লোকপুর এলাকায় এক পদযাত্রা অনুষ্ঠিত হয় । লোকপুর বাস স্ট্যান্ডসহ বাজার ঘাট পরিক্রমা করে এবং পুরাতন বাসস্ট্যান্ডে এক পথ সভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ শ্যামাপদ বাউরি। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম খয়রাশোল এরিয়া কমিটির সদস্য আনবর হোসেন খান, বর্ষীয়ান নেতা মহাবীর কর্মকার, ধনপতি দাস, দয়াময় বাগ্দী প্রমুখ। আজকের পদযাত্রা সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান সিপিআইএম খয়রাশোল এরিয়া কমিটির সদস্য আনবর হোসেন খান।

Leave a Reply