সিনে টলি অ্যাওয়ার্ড এবং ক্যালেন্ডার লঞ্চ

কলকাতা: ফ্যাশন ডিজাইনার রাই কিশোরীর উদ্যোগে গত রবিবার, পোলো ফ্লোটেলে হয়ে গেল সিনে টলি অ্যাওয়ার্ড এবং ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠান। এদিন এই শো তে দেখা গেল চাঁদের হাট। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা হানি বাফনা,ভাস্বর চট্টোপাধ্যায়, রূপসা চক্রবর্তী, সৌরভ বন্দ্যোপাধ্যায়, ত্বরিতা চট্টোপাধ্যায়, গৌরব ঘোষাল,সংগীত শিল্পী সমিধ, সিধু, ফ্যাশন ডিজাইনার নিতু সাহা সহ অন্যান্যরা।এদিন ৫০ জনের ও বেশি কৃতি ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়া হয় সিনে টলি অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে এসে আবেগে ভেসেছেন তারকারা। এই দীর্ঘ পরিকল্পনা কার্যকরী করে তুলতে বেশ কিছুদিন সময় লেগেছিল,জানালেন ফ্যাশন ডিজাইনার রাই কিশোরী। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনায় গীতা এল এল বি ধারাবাহিকের জন্য পুরস্কৃত হলেন ভাস্বর চট্টোপাধ্যায়। দর্শকরা বরাবর অভিনেতাকে যদিও পজেটিভ চরিত্রে দেখতে বেশি অভ্যস্ত। তবুও বহুদিন পর যোগমায়া ধারাবাহিকে মজার একটি চরিত্রে কাজ করতে পেরে খুশি অভিনেতা। যদিও অনুষ্ঠানে সেরা অভিনেতার খেতাপ জিতে নিয়েছেন হানি বাফনা। অভিনেতার মতে,কোনও একটা নির্দিষ্ট দিনের পরিমাপে মাদার্স ডে সেলিব্রেশন হয়না।প্রতিটি দিনই মা-র আশীর্বাদের হাত রয়েছে তার মাথার উপর। তবুও এমন একটা বিশেষ দিনে কাজের স্বীকৃতি নতুন করে পাওয়া, এ যেন এক আলাদা আবেগ। জগদ্ধাত্রী ধারাবাহিকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রূপসা চক্রবর্তী। কৌশনীর চরিত্রে অভিনয় করে জীবনে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ব্যস্ততার মাঝে কিছুক্ষনের জন্য অনুষ্ঠানে যোগ দিয়ে অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে খুবই এক্সাইটেড রূপসা।

Leave a Reply