সুভাষ মজুমদার,
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আজ থেকে জেলায় শুরু হলো ‘দুয়ারে রেশন’ কর্মসূচী। এদিন সিঙ্গুর ব্লকের সিঙ্গুর 2 নং গ্রাম পঞ্চায়েতের নতুনবাজারে উপভোক্তা দের হাতে রেশন সামগ্রী তুলে দেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুর ব্লকের 16 টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 10 টি গ্রাম পঞ্চায়েতে আজ থেকে চালু হয়েছে ‘দুয়ারে রেশন’ কর্মসূচী। বাড়ির দোরগোড়ায় রেশন’ পেয়ে খুশি উপভোক্তারা। এদিন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন মালিক, সিঙ্গুর 2 নং পঞ্চায়েতের প্রধান জবা কর্মকার, উপপ্রধান কার্ত্তিক মাঝি সহ অন্যান্যরা। বাংলার মুখ্যমন্ত্রী যে কথা দেন, তিনি সেই কথা রাখেন। তাই মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন শ্রমমন্ত্রী। এ প্রসঙ্গে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, আজকের সিঙ্গুর ব্লক এ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন সেই প্রকল্পের কাজ আজ আমরা সূচনা করেছি। সিঙ্গুরের শৈলেন্দ্রনাথ কুন্ডু রেশন ডিলার তার ভ্রম্যমান গাড়ি নিয়ে গ্রামে রেশন দিতে বেরিয়েছি। সেটার আজকে আমরা সূচনা করলাম। এই প্রকল্প সাধারণ মানুষ উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন তার অন্যতম উদাহরণ এটা। আমরা সাধারন মানুষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানাই