সিউড়ি পৌর মজদুর কংগ্রেসের বিভিন্ন দাবি বিষয়ক সাংগঠনিক আলোচনা সভা

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আইএন টি ইউ সি প্রভাবিত সিউড়ি পৌর মজদুর কংগ্রেসের অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন দাবি বিষয়ক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সোমবার সিউড়ি পৌরসভা প্রাঙ্গণে
এই সভায় আই এন টি ইউ সি জেলা সভাপতি মৃণাল কান্তি বসু দাবী দাওয়া সম্পর্কিত কথা গুলি নিয়ে সবিস্তারে আলোচনা করেন। তিনি বলেন দুর্গাপুরে প্রভিডেন্ট ফান্ড অফিসারের নিকট এক ডেপুটেশন দেওয়া হয়েছে।সেই পরিপ্রেক্ষিতে প্রভিডেন্ট ফান্ড অফিসার আশ্বাস দেন অবিলম্বে সকলের প্রভিডেন্ট ফান্ড চালুর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য আগামীকাল মঙ্গলবার সিউড়ি পৌর বোর্ডের মিটিং এ সংগঠনের পক্ষ থেকে দুজন প্রতিনিধি যাওয়ার কথা,গত ডেপুটেশনে পৌর পিতার আশ্বাস অনুযায়ী।পিএফ বিষয়ে সমস্ত কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করা হবে প্রভিডেন্ট ফান্ড চালুর জন্য। সংগঠনের হুশিয়ারি যে, যতদিন না দাবি হবে ততদিন সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবে আন্দোলন করা হবে। এছাড়াও বলেন প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য দাবিদাওয়া বিষয়ে পৌর কর্তৃপক্ষের নিকট ডেপুটেশন দেওয়া হয়েছে বহুবার। আশ্বাস পাওয়া সত্ত্বেও কোনরূপ কার্যকর হয় নাই তাই আজকের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যদি কোন রূপ দাবি মানা না হয়, তাহলে যে কোন আন্দোলন চলবে তার দায় দায়িত্ব পৌর কর্তৃপক্ষের উপর বর্তাবে বলে সংগঠনের হুশিয়ারি।

Leave a Reply