খায়রুল আনাম,
বীরভূম : সিউড়ীর শুড়িপুকুরপাড়ার হনুমান মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার সকালে দেখা যায়, মন্দিরের প্রণামির বাক্স ভেঙে টাকা নিয়ে যাওয়া ছাড়াও মন্দিরে রাখা বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গিয়েছে। এলাকার সিসিটিভি ক্যামেরার ছবি দেখে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।