খায়রুল আনাম,

বীরভূম : ভোরের সড়ক দুর্ঘটনায় সিউড়ীর মিনি স্টিল মোড়ে মৃত্যু হলো ট্রাক চালক বাইশ বছরের ওয়ারিশ খানের। তার বাড়ি সিউড়ীর গরুইঝোড়া গ্রামে। এখানকার আব্দারপুরের এফসিআই গোডাউন থেকে তিনি ট্রাকে চাল নিয়ে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই প্রাণহানির ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে সিউড়ীর জেলা সদর হাসপাতালে।

Leave a Reply