সি আর পি এফ এর খয়রাশোল শাখায় প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে নানান অনুষ্ঠান

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আজ ২৬ শে জানুয়ারী, ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস।সারা দেশজুড়ে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযথ ভাবে নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়।অনুরূপ জি/১৬৭ ব্যাটালিয়ন সিআরপিএফ খয়রাশোল শাখার আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। দেশ রক্ষা যাদের কাঁধে, ভারতের শান্তি শৃঙ্খলা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় যারা নিয়োজিত সেই বীর জওয়ানদের উদ্যোগে মহা সাড়ম্বরে প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন সেনাদের ভূয়সী প্রসংসা করেন।জাতীয় পতাকা উত্তোলন, প্রাসঙ্গিক বক্তব্য,সি আর পি এফ এর জওয়ানদের নানান কুচকাওয়াজ, স্থানীয় কচিকাঁচাদের নিয়ে নাচগান আবৃত্তি কবিতা সহ নানান অনুষ্ঠান।স্থানীয় পড়ুয়াদের মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয় বিশিষ্টজনদের হাত দিয়ে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি/১৬৭ ব্যাটালিয়ন সিআরপিএফ খয়রাশোল শাখার অ্যাসিস্ট্যান্ট কমান্ডার লক্ষন লাল মিনা,দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক সত্যাশিবানন্দ মহারাজজী,গীতাভবনের অধ্যক্ষ সত্যানন্দ মহারাজজী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা,প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন,স্থানীয় থানার ও সি সঞ্চয়ন বন্দোপাধ্যায়,ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বীশ দাস, শিক্ষক কাঞ্চন অধিকারী, সমাজসেবী কাঞ্চন দে, মাধব লাহা,লোকশিল্পী নারায়ণ কর্মকার প্রমুখ।
আজকের অনুষ্ঠান সম্পর্কে উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষক সুবল চন্দ্র মন্ডল এক সাক্ষাৎকারে জানান বিস্তারিত তথ্য।

Leave a Reply