সাহসিকতার জন্য 2022 সালের Chief Minister’s Bravery Award পেলেন বড়জোড়া থানার দু’জন সিভিক ভলান্টিয়ার


শ্রী সুব্রত শিট ও শ্রী প্রদীপ হাজরা। পুনরায় অনেক অভিনন্দন আপনাদের দু’জনকে!!

ঘটনাটি গত 6ই ডিসেম্বর, 2022 সালের একটি শীতের বিকেলের। বড়জোড়া দুর্গাপুর ব্যারেজের কাছে ট্রাফিক সামলাতে ব্যস্ত ছিলেন সুব্রত আর প্রদীপ। এমন সময় তারা খবর পায় ব্যারেজের ওপর থেকে দামোদরের জলে ঝাঁপ দিয়েছেন একজন বয়স্কা মহিলা। ছুটে যান প্রদীপ আর সুব্রত দুজনেই;নিজের প্রাণের পরোয়া না করে দামোদরের জলে ঝাঁপিয়ে প্রাণ বাঁচিয়ে ছিলেন সেই মহিলার। আজ পুরস্কারের প্রদেয় এক লক্ষ টাকা অর্থ মূল্যের চেক দু’জনের হাতে তুলে দিলেন জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী বৈভব তিওয়ারি, আইপিএস । বাঁকুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

Leave a Reply