একদিবসীয় হ্যান্ডবল টুর্নামেন্ট হয়ে গেল সালানপুর ব্লকের রূপনরায়নপুর আইটিআই সেন্টারে

কাজল মিত্র :- সালানপুর ব্লকের রূপনরায়নপুর আইটিআই ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়েগেল এক দিবসীয় ইন্টার ডিস্ট্রিক্ট হ্যান্ড বল টুর্নামেন্ট।
এই খেলাটি রাজ্য ক্রীড়া দফতর এবং বেঙ্গল ক্রীড়া এসোসিয়েশনের সহযোগিতায় শনিবার সকালে এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং,তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিঠুন মন্ডল,রাজ্যে হ্যান্ডবল খেলার সম্পাদক তপন কুমার চন্দ্র, সমাজ সেবী জয় প্রকাশ সিং,অরবিন্দ সিং,সহ অনেকে।সকলে খেলোয়াড় দের সাথে পরিচিতি পর্ব সেরে খেলার শুভ উদ্বোধন করেন।এদিন এই খেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট আটটি দল অংশগ্রহণ করে যার মধ্যে মহিলা টিম ও ছিল।পুরুষ দের মধ্যে পশ্চিম বর্ধমান, হুগলি ,বীরভূম,পূর্ব মেদনী পুরের দল অংশ গ্রহন করে ।এবং মহিলাদের মধ্যে পশ্চিম বর্ধমান,হুগলি, বীরভূম,পূর্ব মেদিনীপুর ।
এর মধ্যে পশ্চিম বর্ধমানের দল জয়ী হয় এবং বিজয়ী দল বীরভূমের এছাড়া মহিলাদের মধ্যে পূর্ব বর্ধমান দল জয়ী হয় ও বিজয়ী হয় পশ্চিম বর্ধমান দল ।

Leave a Reply