অবৈধ কয়লার ১২টি ট্রাক সহ ৭জনকে আটক করলো সালানপুর থানার পুলিশ:-

কাজল মিত্র

সালানপুর থানার বড়সড় সাফল্য,গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ কয়লার ১২টি ট্রাক সহ ৬জন ট্রাক চালক এবং ১জন খালাসিকে আটক করে সালানপুর থানার পুলিশ।সূত্রের খবর আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড থেকে বাংলায় প্রবেশ করা জাতীয় সড়ক থেকে অবৈধ কয়লা বোঝাই ১২টি ট্রাক ও ৭জনকে আটক করে পুলিশ এবং ঘটনাস্থল থেকে কয়েক জন পালিয়ে যায় বলে জানা যায়।জানা যায় এই অবৈধ কয়লার ট্রাক গুলি ঝাড়খণ্ডের গোবিন্দপুর সহ বিভিন্ন স্থান থেকে পশ্চিম বঙ্গের ভিন্ন ভিন্ন কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিলো।সেই খবর পাওয়া মাত্রই পুলিশ অভিযান চালিয়ে ট্রাকগুলি আটক করে সালানপুর থানায় নিয়ে আসে।

Leave a Reply