সাধন মন্ডল,

সারেঙ্গা যুব শক্তির উদ্যোগে তাদের চতুর্থতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে তিনজন মহিলা সহ মোট 71 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য এদের মধ্যে 36 জন ছিলেন প্রথম রক্তদাতা ।রক্তদান শিবিরের আয়োজন করে সফলতা পাওয়ার পর যুবশক্তির কর্ণধার প্রীতম সুরাল বলেন সারেঙ্গা এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় আমাদের এই রক্তদান শিবির সফল হল এর জন্য রক্ত সংগ্রহ কারি সহএলাকার মানুষজনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই ।তিনি আরো বলেন আমরা এলাকার মানুষের সহযোগিতা পেয়ে আপ্লুত। আগামী বছর এই দিনেই আবার একটি রক্তদান শিবির সংগঠিত করবো তাই আগামী দিনেও এইভাবে সকলের সহযোগিতা কামনা করি। শিবিরে অন্যান্যদের মধ্যে সারেঙ্গা বনাঞ্চলের বন আধিকারিক সুরজিৎ কুমার মজুমদার রক্ত দান করে ও শিবির পরিচালনায় সহযোগিতা করে এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply