সারেঙ্গা মিউজিক কলেজের বসন্ত বাহার উৎসব
।
সাধন মন্ডল বাঁকুড়া:-
দোলযাত্রা উপলক্ষে আজ রবিবার সারেঙ্গা মিউজিক কলেজের উদ্যোগে ও প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় সারেঙ্গা বাজারে বসন্ত বাহার উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের শুরুতেই সারেঙ্গা মিউজিক কলেজের ছাত্র-ছাত্রীরা গোবিন্দপুরে কলেজ প্রাঙ্গণ থেকে বসন্তের গানের মধ্য দিয়ে ও সাথে নৃত্যের তালে তালে সারা বাজার পরিক্রমা করে এই সময় সারেঙ্গা বাজারের কয়েকটি জায়গায় তারা তাদের বিভিন্ন নৃত্য উপস্থাপন করে এলাকার মানুষদের কাছে। এই মিউজিক কলেজের অধ্যক্ষা শিল্পী সুরাল (ঘোষ) বলেন এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান প্রতিবছরই আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি এবারও তার ব্যতিক্রম হয়নি আমরা চেষ্টা করেছি আশা করি এলাকার মানুষজন খুশি হয়েছেন। সারেঙ্গা থানা পুলিশ প্রশাসন সর্বতোভাবে সহযোগিতা করেছেন তার জন্য থানা পুলিশ প্রশাসনকে কৃতজ্ঞতা জানাই। অধ্যক্ষা শিল্পী সুরাল বর্তমানে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত তার চিকিৎসা চলছে তার মধ্যেও সমস্ত বাধা-বিপত্তি কে উপেক্ষা করে মনের জোরে আজ ছাত্রছাত্রীদের বসন্ত বাহার উৎসবে সামিল হয়েছিলেন। তাদের দিদিমণিকে কাছে পেয়ে খুশি শিক্ষার্থীরা। অভিভাবক অভিভাবিকাদের মধ্যে আনন্দ বিনিময় ভাগ করে নেওয়া হয় রং মেখে তারা ছাত্র-ছাত্রীদের সাথে পা মেলান। বাজার পরিক্রমা শেষে সা রে গা মিশন মাঠে অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের বসন্ত বাহার উৎসব শেষ হয়। পুরো সময় উপস্থিত থেকে অসুস্থ শিল্পী সুরালের মনে সাহস যুগিয়ে গেছেন বিশিষ্ট সমাজসেবী অভিভাবিকা জবা দত্ত। সাথে ছিলেন বিশিষ্ট শিক্ষক পার্থ সুরাল, বিশ্বজিৎ সুরাল, আশিস পাল প্রমূখ।