সাধন মন্ডল,

কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা পর্ণশ্রী ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন এরসহযোগিতায় এবং সারেঙ্গা রামকৃষ্ণ-বিবেকানন্দ সোসাইটির পরিচালনায় এলাকার দুস্থ ও অসহায় প্রায় 800 জন মানুষের হাতে শীতবস্ত্র ,মশারি ,শাড়ি, লুঙ্গি বিস্কুট প্যাকেট ইত্যাদি তুলে দিলেন। উপস্থিত ছিলেন খাতড়া মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট তরুণ কুমার মল্লিক বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট বিমল বন্ধু সাহা সারেঙ্গা এলাকার বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী তথা সোসাইটির সভাপতি ডাক্তার অরুণ ভট্টাচার্য সারেঙ্গা রামকৃষ্ণ-বিবেকানন্দ সোসাইটির অধ্যক্ষ স্বামী তদবোধানন্দ বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর মহাপাত্র জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো স্বেচ্ছাসেবী সংস্থা সম্পাদক রবিন দাস ও পর্ণশ্রী যুব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একদল সদস্য সদসা এখানে উল্লেখ্য সমস্ত অতিথি এবং উপভোগ তাদের দুপুরের মধ্যাহ্ন সেবার আয়োজন করা হয়েছিল সংস্থা এবং রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির পক্ষ থেকে।

Leave a Reply