Spread the love

শুভদীপ ঋজু মন্ডল,

সুসংহত উপায়ে চাষবাস এই নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির সারেঙ্গা য় । ধান চাযের পরবর্তী পতিত জমিতে ডালশষ্য ও তৈলবীজ চাষ (TRFA Oil Seed) নিয়ে একটি মেঠো দিবস অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের অন্তর্গত সারেঙ্গা সমবায় সমিতিতে। ১০০ জন কৃষকের উপস্থিতিতে এই মেঠো দিবস অনুষ্ঠিত হয় । সারেঙ্গা সহঃ কৃষি অধিকর্তার করণ এই প্রশিক্ষন দেয়। এই শিবিরে উপস্থিত ছিলেন সারেঙ্গা ব্লকের সহঃ কৃষি অধিকর্তা শ্রী সজল পতি মহাশয়, সহ কৃষি সম্প্রসারন অাধিকারিক শ্রী দীপক কুমার পতি মহাশয়, কৃষি প্রযুক্তি সহায়ক শ্রী অসিতেশ দত্ত মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি আল্পনা লোহার, সহ সভাপতি শ্রী শেখর রাউত, কৃষি কর্মাধক্ষ্য শ্রী শিবশঙ্কর সিনহা, পুর্ত কর্মাধক্ষ্য শ্রী দিব্যেন্দু সন্নিগ্রহী, শিশু ও নারী কর্মাধক্ষ্য শ্রীমতি চিনা পাতর ও অন্যান্যরা। শিবিরে অামন ধান চাষ পরবর্তী জমির আর্দ্রতাকে কাজে লাগিয়ে কিভাবে বিনা সেচে সরষে ও ডালশষ্যের চাষ করা যায় সে বিষয়ে সহ কৃষি অধিকর্তা ও সহ কৃষি সম্প্রসারন অাধিকারিক বিস্তারিত আলোচনা করেন। কৃষক অহিভূষন সিংহমহাপাত্র ও জগদীশ পাত্রের কথায়। ” অামরা অনেক কিছু শিখতে পারলাম। অাগামী দিনে এই রকম প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হোক সেটা আমরা চাই “। বর্তমানে সারেঙ্গা ব্লক আধিকারিকের অফিস থেকে আমরা উন্নত মানের বিভিন্ন বীজ কৃষি যন্ত্রপাতি পাচ্ছি আমাদের অনেক উপকারে লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *