Spread the love

।শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:- সারেঙ্গা ব্লকের সারেঙ্গা মিউজিক কলেজের ব্যাবস্থাপনায় ও পরিচালনায় আজ শনিবার অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব । বকুল বৃক্ষ রোপনের মধ্য দিয়েআজকের অনুষ্ঠানের সূচনা হয় । এইদিন সারেঙ্গা মিউজিক কলেজ থেকে কচি- কাঁচা রা ও তাদের, অবিভাবক অভিভাবিকা এবং স্কুলের ছাত্র -ছাত্রীরা পায়ে হেঁটে আবির খেলতে খেলতে বিডিও অফিসের স্টলের সামনে এসে হাজির হয় এবং পরে স্বর্গীয় ডাঃ চক্রধর মান্ডির স্মৃতির উদ্যেশে একটি বকুল গাছের চারা রোপন করাহয় ,তারপর রবীন্দ্র সঙ্গীত ও নৃত্যের মধ্যদিয়ে সারেঙ্গা বাজার পরিক্রমা করে সারেঙ্গা চৌরাস্তা মোড়ে কয়েকটি বসন্ত উৎসবের নৃত্য করে মিশন ময়দানে চলে আসে ,এখানেই শুরু হয় মূল নৃত্যানুষ্ঠান । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারেঙ্গা বনবিভাগের বন আধিকারিক (রেঞ্জার) সুরজিৎ কুমার মজুমদার, বিশিষ্ট সমাজসেবী সুব্রত মিশ্র, শান্তি সরেন,অরুণ মাণ্ডি,সারেঙ্গা মিউজিক কলেজের অধ্যক্ষা শিল্পী সুরাল ,শিক্ষকপার্থ সুরাল সহ বিশিষ্ট মানুষজন । এই জঙ্গল মহলের বসন্ত উৎসব সম্বন্ধে কলেজের অধ্যক্ষা শিল্পী সুরাল জানান যে দীর্ঘ দু বছর কোভিডের জন্য প্রায় সব মানুষই গৃহ বন্দি ছিল ,ছেলে মেয়েদের খুব কষ্টকর জীবন ছিল ,কোভিড এখন অনেকটাই হালকা হয়েগেছে তার জন্য আমরা বসন্ত উৎসবের আয়োজন করেছি । আজ আমাদের নাচের স্কুলের অবিভাবক ডাঃ চক্রধর মাণ্ডি তিনি কোভিডে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন ,ওনার স্মৃতির উদ্দেশ্যে আমাদের নাচের স্কুলের ছাত্র-ছাত্রীরা হাতে হাত লাগিয়ে তার নামে একটি বকুল গাছের চারা রোপন করে আমাদের এই বসন্ত উৎসবের শুভ সূচনা হোল । তিনি এও বলেন যে কোভিড কালে আমাদের মধ্যে যে দূরত্ব হোয়েগিয়েছিল আজ এই বসন্ত উৎসবে সবাই এক কাছে এসে যে ভাবে হোলি খেললাম এবং আনন্দ করলাম মনে হলো আবার আমরা এক হয়েগেছি । কোভিড কালে যে ভাবে আমাদের জীবন থেকে একের পর এক প্রিয় জন মানুষকে কেড়ে নিয়ে চলে গেছে ,কোভিডের জন্য আমরা অনেক কিছু হারিয়েছি ,আর কিছু হারাতে চাইনা ,আজকের এই দোল উৎসবে আমরা যেমন রঙে রঙে যেমন মিলেমিশে একাকার হয়েছি আমরা চাই আমরা সবাই একাকার হয়েযাবো করোনা আমাদের থেকে দূরে চলেযাবে,আমরা আবার আগের মতো এক হয়েযাব ।বসন্ত উৎসব কে ঘিরে সারেঙ্গা বাজারে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এখানে উল্লেখ্য সারেঙ্গা মিউজিক কলেজ আগামীকাল পর্যন্ত বসন্ত উৎসব পালন করবে আগামীকাল রায়পুর বাজারে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *