সাধন মন্ডল বাঁকুড়া:- আজ সোমবার সারেঙ্গা ব্লক প্রশাসনের উদ্যোগে মানবিক প্রকল্পে বাবলু দুয়ারী নামে সারেঙ্গার এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে ট্রাইসাইকেল তুলে দিলেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম ।সঙ্গে উপস্থিত ছিলেন সারেঙ্গা দক্ষিণ চক্রের অবরবিদ্যালয় পরিদর্শক তন্ময় চক্রবর্তী,সারেঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ দিব্যেন্দু সন্নিগ্রহি সহ বিশিষ্ট মানুষজন। এদিন ট্রাইসাইকেল তুলে দিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম বলেন পশ্চিমবঙ্গ সরকারের মানবিক প্রকল্পে এই মানুষটির হাতে আমরা ট্রাইসাইকেল তুলে দিতে পেরে কৃতজ্ঞ। উনার আসা-যাওয়ায় খুব কষ্ট হচ্ছিল ট্রাইসাইকেল কিছুটা সুরাহা হবে বলে মনে করি ।এখানে উল্লেখ্য সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর আগেও সিদি গ্রামে সঞ্জয় গড়াই এরবাড়িতে গিয়ে অসহায় সঞ্জয়ের হাতেও ট্রাইসাইকেল তুলে দিয়েছিলেন বিডিওর এই মানবিক মুখ আজ সারেঙ্গা ব্লকের সাধারণ মানুষের মুখে মুখে।