সারেঙ্গার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি ও পুনর্মিলন উৎসবের সূচনা

:———শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:———–সারেঙ্গা ব্লকের নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয় শতবর্ষপূর্তি ও উদযাপন ও পুনর্মিলন উৎসবের সূচনা হলো আজ প্রদীপ প্রজ্জ্বলন ও বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ শিবানন্দ আশ্রম কেলাতি র প্রতিষ্ঠাতা সচিব স্বামী রাঘব আনন্দী মহারাজ। সাথে ছিলেন খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য বিশিষ্ট জ্যোতিষী পন্ডিত উজ্জ্বল কান্তি সিদ্ধান্ত শাস্ত্রী পন্ডিত দীপ্তিমান বন্দ্যোপাধ্যায় সারেঙ্গাচক্রের এসআই সোনালি মুরমু উদযাপন কমিটির সভাপতি সত্যকিঙ্কর পন্ডা সহ বিশিষ্ট মানুষ এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা অনুষ্ঠানের সম্পাদক সাধন কুমার মন্ডল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের প্রয়োজনীয়তা এবং শিক্ষকদের প্রতি সম্মানবোধ ছাত্র-ছাত্রীদের মধ্যে জাগানো সহ বিভিন্ন বিষয়ে উপস্থিত অভিভাবকদের বিশেষ বার্তা দেন মহারাজ্জি ও মহাকুমা পুলিশ আধিকারিক। এছাড়া তিনি আরো বলেন বাল্যবিবাহ বন্ধ করা অযথা ফেসবুকে না ডুবে থেকে মোবাইল থেকে ভালো শিক্ষা নেওয়া এবং অপরিচিত কোন মানুষের সাথে কোন রকম শেয়ারচ্যাট ও ভিডিও কল শেয়ার না করা। সহ বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা দেন খাত্রা মহকুমা পুলিশ আধিকারিক রামকৃষ্ণ শিবানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা সচিব রাঘবানন্দজী মহারাজ বলেন পিতা মাতার পরেই শ্রেষ্ঠ গুরু হলেন শিক্ষা গুরু তাই শিক্ষা গুরুর কাছ থেকে যতটা সম্ভব শিক্ষা গ্রহণ করা দরকার এবং শিক্ষাগুরুকে কখনোই অসম্মান করা উচিত নয়। সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য বলেন এই বিদ্যালয়ে আমি বছরে কয়েকবার আসি তাতে বিদ্যালয়ের পরিবেশ দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং ছাত্র-ছাত্রীদের ভালোবাসা ও শ্রদ্ধার টানেই আমাকে বারে বারে এই বিদ্যালয়ে নিয়ে আসে এখানে বিদ্যালয়টি পরিচালিত হয় একটি শিশু সংসদের মধ্য দিয়ে যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ,খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ,পরিবেশমন্ত্রী ঘন্টা মন্ত্রী রয়েছে। এই শিশু সংসদের মধ্য দিয়েই ওদের মধ্যে আগামী দিনের ভবিষ্যৎ ও নেতৃত্ব দেওয়ার দক্ষতা তৈরি করা হয় এই বিদ্যালয় থেকেই যা আগামী দিনে কলেজ জীবনে ওদের বড় উপকারে লাগবে বলে আমার মনে হয়। সারেঙ্গাচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু বিদ্যালয়টির প্রশংসা করেন তিনি বলেন আমাদের চক্রে একমাত্র শিক্ষা রত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন এই বিদ্যালয়ে। অনুষ্ঠানের সভাপতি সত্যকিঙ্কর পন্ডা হলেন আমরা গর্বিত এই ধরনের একটি অনুষ্ঠান করার সুযোগ পেয়ে। সমস্ত গ্রামবাসীদের সহযোগিতায় অনুষ্ঠানটি সূচনা হয়েছে আগামী ২১ তারিখ পর্যন্ত চলবে। নানান অনুষ্ঠান তার মধ্যে উল্লেখ্য বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ২১ তারিখ পুনর্মিলন উৎসব যেখানে পাঁচ শতাধিক প্রাক্তনী অংশগ্রহণ করবে বলে আশা রাখি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ব্রতচারীসহ সংগীত নৃত্য কবিতা আবৃত্তি নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সন্ধ্যায় সারেঙ্গা মিউজিক কলেজের পক্ষ থেকে দুই ঘন্টা ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে উল্লেখ্য এই অনুষ্ঠানে এলিগেন্ট টিএমটি বারের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয় আগামী তিন দিন ধরে অংকন নৃত্য, আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এলিমেন্ট টিএমটি বারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা টেকনিক্যাল বিভাগের পরিচালক দেবরাজ মুখার্জি সহ মহামায়া ট্রেডার্স এর পক্ষে গুরুপদ রজক সফল প্রতিযোগীদের হাতে শেষ দিনে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা যায়

Leave a Reply