সাধন মন্ডল,

সারেঙ্গা ব্লকের গাংনালাতে আগুনে ভষ্মীভূত হলো একটিমাটির দোতলাবাড়ি। কয়েক মুহূর্তেপুড়ে ছাই বাড়ির আসবাব পত্র থেকে গহনা, টাকা , দলিল পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র জামা কাপড় ও স্কুল পড়ুয়া বাচ্চাদের বই পত্র। স্থানীয় সূত্র ও দমকল সূত্রে খবর, গ্যাসের সিলিন্ডার লিক করে ছড়িয়েছে আগুন। আজ সকাল ৮ টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রথমে গ্রামবাসীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ,এবং খাতড়া থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সারেঙ্গার গাংনালা গ্রামের জেলে পাড়ার বাসিন্দা কনকলতা ধীবরের । কনকলতা দেবীর ছেলে দীপক স্থানীয় এলাকায় মাছ বিক্রি করে কোনরকমে সংসার চালান সংসার,ঘরে বৃদ্ধা মা,স্ত্রী এবং তিন সন্তান। আজ সকালে হঠাৎ আগুনে ভষ্মীভূত হয়ে যায় কনকলতা দেবীর খড়ের চালের মাটির বাড়ি। কনকলতা দেবীর কথায় যখন আগুন লাগে তখন তিনি ঘরের ছাদে ঔষধ আনতে গিয়ে প্রচন্ড ধোঁয়া দেখে কোন রকমে নেমে আসি তবে জিনিস পত্র কিছুই বের করা সম্ভব হয়নি। বাড়িতে মজুত খাদ্য থেকে আসবাব পত্র এমন কি টাকা পয়সা,চাল,গম,মুড়ির বস্তা, গয়না সবই পুড়ে গেছে। স্থানীয়রা প্রথমে আগুন লক্ষ্য করেন, খবর দেওয়া হয় স্থানীয় সারেঙ্গা থানায়। সেখানে দ্রুত উপস্থিত হন সারেঙ্গা থানার পুলিশ কর্মীরা। খবর দেওয়া হয় খাতড়া দমকল বিভাগে।দমকলের আধিকারিক অঞ্জন ব্যানার্জি জানান , আটটা কুড়ি নাগাদ ফোন আসে তৎক্ষণাৎ আমরা খাতড়া থেকে একটি দমকলের ইঞ্জিন নিয়ে চলে আসি, অঞ্জন বাবু বলেন রান্নার গ্যাস সিলিন্ডার থেকেগ্যাস লিক করে আগুন লেগেছে ।স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান, পরে দমকল এসে আগুন সসম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply