সারেঙ্গায় পুকুর পাড় সৌন্দর্যায়নে বৃক্ষরোপণ উৎসব


সাধন মন্ডল বাঁকুড়া:-
বাঁকুড়া জেলা পুলিশের সারেঙ্গা থানা পুলিশের সহযোগিতায় সারেঙ্গার একটি স্বেচ্ছাসেবী সংস্থা বোধন ফাউন্ডেশন এর উদ্যোগে সারেঙ্গা থানা সংলগ্ন একটি পুকুর পাড়ে ৫০ টি নারকেল গাছ রোপন করা হলো। যেগুলি দেখভাল করবেন এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সদস্যবৃন্দ ও সারেঙ্গা থানা কর্তৃপক্ষ এখানে উল্লেখ্য এই বধুর বাঁধ নামে পুকুরটি একটি অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছিল তার পাড়ে যথাযথ কোন সুব্যবস্থা ছিল না এলাকায় মানুষ জন্মগ্রহন নোংরা করতেন। তা দেখে সারেঙ্গা থানার বর্তমান আইসি সুদীপ হাজরা ভাবেন এই অবস্থা থেকে এই পুকুর পাড়কে পরিবর্তন করতে হয় যেই ভাবনা সেই কাজ পুকুর পাড় সংস্কার করে তিনি একটি চিলড্রেন পার্ক তৈরি করেছেন ।আজ দোল পূর্ণিমার পূন্য লগ্নে এলাকার মানুষজনদের নিয়ে চিলড্রেন পার্কে হোলি উৎসব ও বৃক্ষরোপণ উৎসব পালন করলেন। এই বৃক্ষরোপণ উৎসবে উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক তমাল কান্তি সরকার, ব্লক সহ কৃষি অধিকর্তা সজল পতি, বি এম ও এইচ ডাক্তার সুমন নস্কর, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অভিজিৎ বিশ্বাস,জেলা পরিষদ সদস্য তথা সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র। পঞ্চায়েত সমিতির সদস্য শেখর রাউত, বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশপ্রেমী আশীষ পাল, যুবনেতা তোতন খিলাড়ি সহ এলাকার বিশিষ্ট মানুষজন বৃক্ষ রোপন করে বিধায়ক মৃত্যুঞ্জয় মর্ম বলেন সারেঙ্গা বাসির জন্য একটি নতুন উপহার । প্রথম পদক্ষেপ নারকেল গাছ লাগানো আগামী দিনে এই পাড়কে আলোকিত করা ও নতুন নতুন গাছ লাগানো। সকলের সহযোগিতায় আগামী দিনে এই পুকুরটি সারেঙ্গার একটি দ্রষ্টব্য স্থান হিসেবে চিহ্নিত হবে।

Leave a Reply