সাধন মন্ডল,
গরিবরা বঞ্চিত আবাস যোজনা থেকে প্রতিবাদে পঞ্চায়েতে তালা, পথ অবরোধ সারেঙ্গা ৫ জানুয়ারি:- মন গড়া ঘরে বসে সার্ভে হয়েছে।সঠিক সার্ভে না হওয়ায় গরিব মানুষেরা আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত। এছাড়া গ্রামে প্রায় ১০০ টি পরিবারের বসবাস হলেও কোন অঙ্গনওয়ারী কেন্দ্র নেই। নেই প্রাইমারি স্কুল এবং শবদাহের জন্য শ্মশান ঘাট। এরই প্রতিবাদে বাঁকুড়ার জঙ্গলমহলের চিলতোড় গ্রাম পঞ্চায়েত এলাকার বাগজাতা গ্রামের মানুষজন প্রধান সহ সমস্ত কর্মচারীদের অফিসের মধ্যে তালা বন্ধ করে বাঁকুড়া ঝাড়গ্রাম ন ‘নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন বাগজাতা মোড়ে বৃহস্পতিবার দুপুর একটা থেকে। ফলে রাস্তার দু’পাশে রাস্তায় প্রবল যানজট তৈরি হয় । সারেঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে, দীর্ঘ আলোচনার পর সমাধান সূত্র মেলায় তালাবন্দী প্রধান মুক্ত হন বিকেল সাড়ে চারটা নাগাদ।
এ বিষয়ে বাগজাতা গ্রামের গৃহবধূ শোভা টুডু, আহ্লাদী টুডু, ভারতী টুড ু জানালেন, আমাদের মাটির বাড়ি, কোন দুই চাকার যান বা অন্য কোন মূল্যবান সামগ্রী নাই। আমাদের গ্রামে পঞ্চায়েত অফিস। তা সত্ত্বেও এমন সার্ভে হয়েছে যেখানে প্রকৃত গরিব মানুষরা আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত। এ বিষয়ে আমরা বারবার পঞ্চায়েত প্রধানের কাছে এবং বিডিওর কাছে আবেদন করেছি, কোন ফল হয়নি, তাই বাধ্য হয়ে পথে নেমেছি। ভারতী টুডুর আরো অভিযোগ আমার ছেলে দিব্যাঙ্গ ,তার বয়স ১৮ বছর ,অথচ কোন ভাতা আজ পর্যন্ত পায়নি। অথচ প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডুর বাড়ি থেকে আমাদের গ্রামের দূরত্ব এক কিলোমিটারের মধ্যে। উল্লেখযোগ্য বিষয় হলো এই অবরোধে মহিলাদের উপস্থিতির সংখ্যা ছিল নজর কাড়া।
এ বিষয়ে জানতে সারেঙ্গার বিডিও ফাহিম আলমকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মতামত জানা যায়নি। তবে খাতাড়ার মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তি জানালেন খবরটি পেয়েছি, প্রধানসহ সকল কর্মচারীরা তালা বন্ধ আছেন, উনাদের দাবি ঠিকমত গ্রামে সার্ভে করা হয়নি,বিডিও এবং আইসি সাহেব সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে বিকেল চারটা নাগাদ অবরোধ উঠাতে সক্ষম হন এবং পঞ্চায়েতের তালা খুলে দেন আদিবাসী মহিলারা।