সাফল্যের নজিরে আরো একটি পালক বাঁকুড়া জেলা পুলিশের।
সাধন মন্ডল,বাঁকুড়াঃ-
বাঁকুড়া জেলা পুলিশের তৎপরতায় বাইক চুরির ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার, একাধিক চুরি যাওয়া বাইক উদ্ধার ছাতনা পুলিশের।
ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির অন্তর্গত মুর্গাবনি এলাকায় ২০২৪ সালের ৪ ই নভেম্বর, একটি বাইক চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাতনা থানায় একটি মামলা রুজু করা হয় এবং সেই অনুযায়ী তদন্তের কাজ শুরু করে ছাতনা থানা পুলিশ।
এই ঘটনার তদন্তে নেমে গত গত ৭ ই মার্চ ছাতনা থানার পুলিশ গড়বেতার বাসিন্দা সুরজ আলী খানকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বাঁকুড়া থানার পাচিরডাঙ্গা এলাকা থেকে তার অন্যতম সহযোগী সাহাবুল গায়েন-কে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ তিনটি চুরি যাওয়া বাইক, নগদ ৬৮ হাজার টাকা, চারটি মাস্টার কি এবং বেশ কিছু চুরি যাওয়া বাইকের নাম্বার প্লেট উদ্ধার করে। বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুরজ আলী খান গড়বেতা, ডেবরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় সংঘটিত বাইক চুরির একাধিক মামলার সঙ্গে যুক্ত ছিল এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও কোনো তথ্য আছে কিনা এবং এই ঘটনা আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে ছাতনা থানার পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশ সমস্ত রকম ক্রাইমের দোষীদের খুঁজে বের করতে সদা তৎপর।