‘নুতন গতি’ পত্রিকার  মাওলানা আকরাম খাঁ স্মৃতি পুরস্কার প্রদান 

মোল্লা জসিমউদ্দিন, 

রবিবার বিকেলে কলকাতার কলেজ স্ট্রিটের ‘বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটি হলঘরে’ সাপ্তাহিক নুতন গতি পত্রিকা বিশ্বনবী দিবস পালন করলো।এটি তাদের ১২ তম বিশ্বনবী দিবস পালনে বার্ষিকী  অনুষ্ঠান। একাধারে ইসলামিক বিষয়ে খুটিনাটি আলোচনা, অপরদিকে গুনীজন সংবর্ধনা। সভা শুরু হয় মাওলানা সেখ মুহাম্মদ আজহারউদ্দীনের পবিত্র কোরআন পাঠ দিয়ে।মাওলানা আকরাম খাঁ স্মৃতি পুরস্কার দেওয়া হয় মহীউদ্দীন সরকার এবং ড. মোহাম্মদ আবদুল হাই কে।এই সভায় তিনটি গ্রন্থ প্রকাশিত হয়।বই গুলি হলো ড. মোহাম্মদ আবদুল হাই এর  ‘ ইসলাম প্রচারের ইতিহাস’,  আবু সাঈদের ‘ ভাবতার জমিদার আবদুল আজীজ ও সমকালীন ইতিহাস’ এবং ড. মুহাম্মদ আফসার আলীর ‘ সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ অনুন্নত সমাজ ; উত্তরণের উপায়’। ইসলামি গজল পাঠ করেন পলাশ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন মুজতবা আল মামুন,সুবিদ আবদুল্লাহ, আসাদুল ইসলাম,রুবাই বানু।সাপ্তাহিক ‘নুতন গতি’র বিশ্বনবী দিবস নিয়ে আলোচনাচক্রের সভাপতি ছিলেন সাহিত্যিক হাসান ইমাম।ইসলাম বিশেষজ্ঞ ইসকান মাদানি ছিলেন প্রধান অতিথি। প্রাবন্ধিক ড. সুরঞ্জন মিদ্দে,শিক্ষাবিদ ড. সাইফুল্লাহ, কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করীম প্রমুখ ছিলেন।  পঞ্চাশের বেশি কবি তাদের স্ব-রচিত পাঠ করেন। এদের মধ্যে মনিরা খাতুন, কেতকী মির্জা, আব্দুর রব খান অন্যতম।   সাপ্তাহিক নুতন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর জানান – ” আমরা ইসলামিক আলোচনার পাশাপাশি সমাজের বিভিন্নস্তরের গুনীজনদের সম্মান জানিয়ে থাকি।তাছাড়া বিভিন্ন কবি সাহিত্যিক,প্রাবন্ধিকদের বই প্রকাশে পাশে থাকি”। 

এই সভার সঞ্চালনায় ছিলেন – মুজতবা আল মামূন,আসাদুল ইসলাম। ব্যবস্থাপনায় রফিক উদ্দিন মণ্ডল ও কুতুব আহমেদ ছিলেন ।

Leave a Reply