সেখ সামসুদ্দিন, ২ সেপ্টেম্বর, মেমারিঃ মেমারি কৃষ্ণপুর এলাকায় ঘটে যায় এক বড় দুর্ঘটনা। একটি বাস সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দোকান ঘরে। বাসটি আসছিল সাতগেছিয়া থেকে মেমারি। বাসটি তক্তিপুরের কাছে যখন আসে, তখন বাসের সামনের ডানদিকের চাকাটি বাস্ট হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। দোকানের সেরকম ক্ষয়ক্ষতি না হলেও দোকানটির কিছু অংশ ভেঙে গেছে এবং বাসের অনেকেই আহত হয়েছে। নিহতের খবর আপাতত পাওয়া যায়নি তবে গুরুতর আহত অবস্থায় বাস ড্রাইভারকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। ভাগ‍্যক্রমে দোকানের সামনে কেউ না থাকাই হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply