Spread the love

সাড়ম্বরে উদযাপিত হলো মিনার্ভা থিয়েটারে
সিঁথি অনুরণন এর নাট্য ও সাংস্কৃতিক সন্ধ্যা



ইন্দ্রজিৎ আইচ
………………………………………….
গত ২৪ জুলাই বুধবার সন্ধ্যায় মিনার্ভা থিয়েটারে অনুষ্ঠিত হলো
সিঁথি অনুরণন আয়োজিত নাট্য ও সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন ডা: সংঘমিত্রা সাহা। তার কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত
” আকাশ ভরা সূর্য তারা ” শুনতে ভালই লাগে। এর পর
নৃত্যে পরিবেশন করে দীপিকা ঘোষ ও মেহেক জানা। মাউথ অর্গ্যানে রবীন্দ্র সঙ্গীত ” তোমার হলো শুরু ” ও ড: ভূপেন হাজারিকার ” আমি এক যাযাবর ” এই গান দুটির সুর বাজিয়ে শোনান চঞ্চল বন্দ্যোপাধ্যায়।
এরপর পরিবেশিত হয় শ্রুতি নাটক ” ভালবাসার বুড়োবুড়ি “।
রচনা বনানী মুখোপাধ্যায়।
পরিচালনায় ছিলেন মধুছন্দা গুপ্ত। শ্রুতি নাটকে তিনটি চরিত্রে চমৎকার অভিনয় করেন মেহেক জানা (বুবলি )মধুছন্দা গুপ্ত (বুড়ি) ও বিভাস ভট্টাচার্য্য( বুড়ো) । এই সন্ধায় আকর্ষণীয় হয়ে উঠেছিলো নৃত্যনাট্য – বর্ষামঙ্গল।
পরিচালনায় ছিলেন অর্পিতা বরাট।অংশগ্রহনে ছিলেন অর্পিতা বরাট, সুদীপ সিংহ, অন্বেষা মন্ডল, সৌমি বেরা, পম্পা বেরা, পিপাসা ভৌমিক, অর্পিতা বিশ্বাস, আনিশা খান, প্রেরণা ভৌমিক,ছিলো বেশ কিছু কচিকাঁচা। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন
সংস্থার কর্ণধার -ডাঃ সংঘমিত্রা সাহা।পৃষ্ঠপোষকতায় ছিলেন ডা:সোমনাথ সাহা। বিশেষ সহযোগিতায় ছিলেন আশিস কুমার চন্দ্র।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সিঁথি অনুরণন এর নতুন নাটক “সীমান্তিকা”,।নাট্যকার -চন্দন সেন।পরিচালনা ছিলেন বিভাস ভট্টাচার্য্য। এই নাটকে ভালো অভিনয় করেন
(ইন্দ্রানী ) সূক্তি সরকার, (সোমনাথ) কাঞ্চন চ্যাটার্জী, (রজত) শুভম সাহা,
(ভোলা) সুদীপ চক্রবর্তী, (আদিত্য জৈন)রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ( বিনোদ মামা) বিভাস ভট্টাচার্য, (মেঘলী) দীপিকা ঘোষ। আবহ সঙ্গীত ও আলোতে নজর কেড়েছে আশিস ঘোষ ও মদন গোপাল সাহা। সমগ্র অনুষ্ঠান এর ভাবনা ও পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন সিঁথি অনুরণন এর কর্ণধার ডা: সংঘমিত্রা সাহা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন
মধুছন্দা গুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *