সেখ সামসুদ্দিন, ১৬ জানুয়ারিঃ আজ মেমারি ১ ব্লকের আমাদপুর অঞ্চলের মানুষ দেখল বিস্ময়কর দৃশ‍্য। সাইকেল চালিয়ে ঘুরছেন ৭৫এর বৃদ্ধ না যুবক। মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য আমাদপুর অঞ্চলের বুড়িয়া ও গাঙ্গুর গ্রাম সাইকেলে ঘুরে পরিদর্শন করেন এবং এলাকার মানুষদের সাথে কথা বলেন। মানুষের পাশে মানুষের সাথে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য জনসংযোগ করলেন চারচাকা ছেড়ে দু’চাকার সাইকেলে সওয়ার হয়ে।

Leave a Reply