সাংস্কৃতিক অনুষ্ঠান হলো কসবা জগদীশ বিদ্যালয়ে

নিজস্ব প্রতিনিধি, 

কলকাতার সপ্তদশ চক্রের উদ্যোগে এবং সমগ্র শিক্ষা মিশনের গত  ৬ ই ডিসেম্বর ‘প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস’  অত্যন্ত আনন্দের সহিত কসবা জগদীশ বিদ্যালয় (বয়েজ ) তে পালিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্রশিক্ষা মিশনের আই.ই.কোর্ডিনেটর সানিতা রায়, সপ্তদশ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী সমীর মজুমদার, সপ্তদশ চক্রের বিশেষ শিক্ষক/ শিক্ষিকা  বিশ্বদীপ মুখার্জি। বেলু সরকার । সুপর্না শীল ,শিক্ষাবন্ধু  উর্মিলা  সেন এবং চক্রের বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, শিক্ষিকা।চক্রের বিভিন্ন বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুরা সাধারণ শিশুরা একত্রিত  নাচ,গান, নাটক, সমবেত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানকে সার্থক করে তোলে।সবশেষে প্রত্যেক শিশুকে পুরস্কার দেওয়া হয়।এই শিশুরাও যে সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ, এরাও যে একটু ভালোবাসা ও সঠিক শিক্ষার পদ্ধতিতে সমাজের মূল স্রোতে থাকতে পারে এই সামাজিক বার্তা সবারকাছে পৌছে দেওয়া হয়।

Leave a Reply