‘সাংসদহীন’ বসিরহাটে ভোট চেয়ে হাইকোর্টে মামলা

মোল্লা জসিমউদ্দিন,

এবার বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন চেয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর থেকে ওই আসনটি সাংসদহীন অবস্থায় রয়েছে। এই অবস্থায় ওই লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য একটি জনস্বার্থ মামলা করেছেন গৌতম রায় নামে এক ব্যক্তি । তাঁর দাবি, -‘উপনির্বাচন না-করে ওই এলাকার মানুষদের সাংবিধানিক অধিকার নষ্ট করছে নির্বাচন কমিশন’। সাংসদ হাজি নুরুলের মৃত্যুর পর এখনও পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়নি। তাই এবার সেই কেন্দ্রে উপনির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। দ্রুত মামলার শুনানি চেয়ে আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে।২০২৪ সালে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নরুল ইসলাম। তবে কয়েক মাসের মধ্যেই তাঁর মৃত্যু হয়। সাংসদের মৃত্যুর পর ৬ মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনও নির্বাচনের ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর দাবি, -‘এতদিন ধরে এলাকা সাংসদহীন থাকায় স্থানীয়দের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। তাই অবিলম্বে ভোট হওয়া উচিত’। গত বছরই ২৫ সেপ্টেম্বর তিনি প্রয়াত হন। দীর্ঘদিন লিভার ক্যানসার ভুগছিলেন প্রয়াত সাংসদ ।বসিরহাটের সাংসদের মৃত্যুর পর গত বছরের অক্টোবরেই রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই উপনির্বাচন হয়েও গেছে। তবে বসিরহাট লোকসভার উপনির্বাচনের কোনও দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা করেনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাই নিয়ে এখন ক্ষোভ বাড়ছে বসিরহাটের মানুষের।চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

Leave a Reply