শুভদীপ ঋজু মন্ডল,

আজ 19 তম সাঁওতালি ভাষা দিবস উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় দিনটি যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হচ্ছে। জঙ্গলমহলের রায়পুর, সারেঙ্গা রানীবাঁধ সহ বিভিন্ন জায়গায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। জঙ্গলমহল মূলনিবাসী মঞ্চের উদ্যোগে সারেঙ্গা ব্লকের বাগজাতা মোড়ে দিনটি পালনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র দান রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী, সারেঙ্গা বিডিও ফাহিম আলম, সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য ,খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি প্রমূখ। এদিন এছাড়াও এলাকার 4 জন বিশিষ্ট শিক্ষককে সম্বর্ধনা জানানো হয় এ ব্যাপারে জঙ্গলমহল মূলনিবাসী মঞ্চের রাজ্য সভাপতি প্রসেনজিৎ মন্ডল বলেন আমরা দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার চেষ্টা করলাম মঞ্চের সম্পাদক রবীনাথ মন্দির বলেন দীর্ঘ আন্দোলনের ফসল আমাদের সাঁওতালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হওয়া এই ঐতিহাসিক দিনটিকে আমাদের যথাযোগ্যভাবে মর্যাদা দেওয়া উচিত।

Leave a Reply