শুভদীপ ঋজু মন্ডল,

এলেন জয় করলেন আদিবাসীদের মন। জঙ্গলমহল মূলনিবাসী মঞ্চের উদ্যোগে আজ সারেঙ্গা ব্লকের বাগজাতায়। 19 তম সাঁওতালি ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী পন্ডিত রঘুনাথ মুরমু ও সুপ্রকাশমূর্মুর মূর্তিতে মাল্যদান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাধিপতি তথা রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম, বিশিষ্ট তৃণমূল নেতা ধীরেন্দ্র নাথ ঘোষ, সুব্রত মিশ্র, তারাশঙ্কর মহাপাত্র, সমাজসেবী অসিতবরণ নাগ সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য এলাকার বিশিষ্ট শিক্ষাপ্রাপ্ত শিক্ষকগণ সাধন কুমার মন্ডল পরীক্ষিত কমিল্লা কৌশিক চ্যাটার্জি ও জাতীয় শিক্ষক গোরাচাঁদ মুর্মু তাদের এদিন এই মঞ্চে সম্বর্ধনা জানানো হয় এছাড়া দু’শতাধিক দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র ও দুই শতাধিক মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় স্বাস্থ্য পরীক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন গ্রামীণ সেবা কেন্দ্র রায়পুর এর ডাক্তারবাবুরা এছাড়া রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠান উপলক্ষে এলাকায় মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো 2000 মানুষের সমাগম ঘটে ছিল অনুষ্ঠান মঞ্চে আদিবাসী পুরুষ ও মহিলাদের নৃত্য দলের সাথে তালে তাল মিলিয়ে পা মেলালেন খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী সাথী ধামসা মাদলের তাল দিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলমও আই সি সারেঙ্গা সুজিত ভট্টাচার্য। মহকুমা শাসকের নাচ দেখতে উপস্থিত দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন মঞ্চের সামনে এবং মহকুমা শাসককে জড়িয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে নৃত্য দলের মহিলারা।

Leave a Reply