খায়রুল আনাম,
বীরভূম : গ্রামের পুকুর থেকে উদ্ধার করা হলো উৎপল মাল (২২) নামে এক যুবকের মৃতদেহ। সাঁইথিয়া থানার দক্ষিণ খয়েরবুনি গ্রামের ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর বাড়ি ফিরে আসেন নি। পরে গ্রামের একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত পুলিশ এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।