‘সহকর্মী’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি জয় সেনগুপ্ত 

নিজস্ব প্রতিনিধি, 

 মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠে তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাখিল মামলা।এদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। একসময়ের ‘সহকর্মী’, তাই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শুনতে পারবেন না বলে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিলেন মামলা। গত সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের দাবি জানিয়ে তিনি মামলা দায়ের করেন। তাঁর দাবি , -‘এফআইআর দায়ের হওয়ায় নির্বাচনী কাজে সমস্যা হচ্ছে’। বিচারপতি জয় সেনগুপ্তে এজলাসে মামলা দায়ের হয় প। মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সে মামলা ব্যক্তিগত কারণ দেখিয়ে শুনলেন না বিচারপতি জয় সেনগুপ্ত।উল্লেখ্য,  গত ৫ মে প্রাক্তন বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা এফআইআর দায়ের হয়। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার দিনই গন্ডগোলের সূত্রপাত। মিছিল করে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেদিন তমলুক হাসপাতাল মোড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। মনোনয়নের  মিছিল সেখানে পৌঁছতেই চাকরিহারা শিক্ষকরা বিক্ষোভ দেখান। তখন স্লোগান, পাল্টা স্লোগান শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধাক্কাধাক্কি-ধস্তাধস্তি, এমনকি ইটও ছোড়া হয় বলে অভিযোগ। তাতে অনশন মঞ্চে থাকা চাকরিহারাদের কয়েকজন আহত হন বলে অভিযোগ। তারপর প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ কয়েক জন বিজেপি কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয়।এই মামলা খারিজ করার জন্য হাইকোর্টের দারস্থ হন একদা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।এখন দেখার প্রধান বিচারপতি এই মামলার শুনানির জন্য কোন বেঞ্চে এই মামলা পাঠান?

Leave a Reply