সরস্বতী পূজা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে লোকপুর থানায় মিটিং
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এরপর অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেইসাথে রয়েছে সরস্বতী পূজা। এই দুই কর্মসূচিতে যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তথা শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই উপলক্ষে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় রবিবার সন্ধ্যায় স্থানীয় থানার সভাকক্ষে শান্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ বিশেষ করে মদ ও ডিজে বন্ধের উপর জোর দেওয়া হয়। সুস্থ সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মিটিং থেকে। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি পার্থ ঘোষ, এএসআই প্রশান্ত রায়, স্থানীয় আইনজীবী সুনীল কুমার সাহা,শিক্ষক সেখ জুলফিকার আলী, সমাজসেবী শঙ্কর গড়াই, সিদ্দিক খান, সুকুমার নন্দী, দেবদাস নন্দী প্রমুখ। আজকের অনুষ্ঠান সম্পর্কে এক সাক্ষাৎকারে মিটিং এ অংশগ্রহণকারী দীপক শীল তার অভিমত ব্যক্ত করেন।