সরকারী কর্মচারী সংগঠন ফেডারেশনের সম্মেলন

সরকারী কর্মচারী সংগঠন ফেডারেশনের সম্মেলন

সেখ সামসুদ্দিন, ২১ ডিসেম্বরঃ রাজ্য তৃণমূল কংগ্রেসের সরকারী কর্মচারী সংগঠন ফেডারেশনের পূর্ব বর্ধমানের জমালপুর ব্লক সম্মেলন আয়োজিত হয়। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, সহ সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সকল শাখা সংগঠনের সভাপতি,ফেডারেশনের পূর্ব বর্ধমানের জেলা সভাপতি আশীষ ঘোষ, জেলা প্রাণী সম্পদ দপ্তরের জেলা সভাপতি শেখ মোজাফ্ফর, পি ডাবলু ডি জেলা সভাপতি সুব্রত সাঁই, জেলা সম্পাদক সুমন পাল, জেলা কমিটির সদস্য অনিমেষ গোস্বামী, ফেডারেশনের জামালপুর ব্লক সভাপতি কৃষ্ণেন্দু গোস্বামী, সম্পাদক সুপ্রকাশ পাল সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব ও সংগঠনের সদস্য কর্মচারীরা। সংগঠনের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। উপস্থিত সকল অতিথিদের উত্তরীয়, ব্যাচ, মোমেন্ট ও ডায়েরি দিয়ে বরণ করে নেওয়া হয়। আজকের এই সম্মেলনে সংগঠনের প্রাক্তন সদস্য যাঁরা কর্মজীবন থেকে অবসর নিয়েছেন বা একটা সময় ব্লকে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন তাঁদের সংবর্ধিত করা হয়। বক্তব্য রাখতে গিয়ে মেহমুদ খাঁন বলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সকলে একটি পরিবারের মতো। ব্লকে এই ধরনের একটি সম্মেলন করার জন্য তিনি সংগঠনের সভাপতি সহ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন এখনো যাঁরা ফেডারেশনের পতাকার তলায় আসেনি তাদের সকলকে সংগঠনের আওতায় আনতে হবে। সকলে একজোট হয়ে আগামী ২৬ এর নির্বাচনে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রীর পদে বসাতে হবে। বিধায়ক অলক কুমার মাঝি রাজ্যের তৃণমূল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশনের সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি কামনা করেন সকলকে এক হয়ে থাকার পরামর্শ দেন। জেলা সভাপতি তাঁর বক্তব্যে ব্লক স্তরে সংগঠনের ডেটা বেস তৈরী করার কথা বলেন। এই মুহুর্তে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৩ লক্ষ হয়েছে তার জন্য তিনি রাজ্য আহ্ববায়ক প্রতাপ নায়েক ও সভাপতি মানস ভুঁইয়াকে ধন্যবাদ জানান। তিনি বলেন আগামী ২৬ এর নির্বাচনে সকলকে এক হয়ে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করতে হবে। সাংগঠনিক ভাবে অনেক দাবি তাঁরা আদায় করেছেন। আরো দাবী আছে সেগুলোও আগামীতে পূরণ হবে। ব্লকের ফেডারেশনের সভাপতি কৃষ্ণেন্দু গোস্বামী ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, ভূতনাথ মালিক এঁদেরকে ধন্যবাদ জানান প্রতি নিয়ত তাঁদের পাশে থেকে সাহায্য করার জন্য। এছাড়াও তিনি বিডিও সাহেব পার্থ সারথী দে কেও ধন্যবাদ জানান। তিনি আজকের সকাল থেকেই এই কুয়াশা, প্রবল ঠান্ডা উপেক্ষা করে দুর দূরান্ত থেকে আজ ছুটির দিনেও সম্মেলনে উপস্থিত হবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ব্লকের কর্মচারীরা ছাড়াও, ব্লকের স্বাস্থ্য, আই সি ডি এস, বিদ্যুৎ, কৃষি ভি আর পি প্রভৃতি দপ্তর থেকে শতাধিক সদস্য আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা ও পরিচালনা করেন সংগঠনের সদস্য হিল্লোল দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *